লকডাউন পরবর্তী মানবজীবন মোটেও আর আগের মত হবেনা, আমাদের lifestyle modification করতে হবে

ডাঃ ধ্রিতাশ্রী মন্ডল

আমাদের আস্তে আস্তে মানসিক প্রস্তুতি নিতে হবে। একটা জিনিস পরিষ্কার বুঝে নিতে হবে, করোনা কিন্তু যাচ্ছেনা। এর মহামারী রূপটা হয়ত চলে যাবে, কিন্তু ভাইরাসটা যাচ্ছেনা। ফলে লকডাউন হয়ত একদিন উঠবে, কিন্তু তারমানে এই নয় যে করোনা চলে গেছে। তাই লকডাউন পরবর্তী মানবজীবন মোটেও আর আগের মত হবেনা। আমাদের lifestyle modification করতে হবে।

আমি অর্থনীতির দিকটা যদি বাদও দিই, বিভিন্ন দেশের বিশেষ করে যেসব দেশে করোনা সাংঘাতিক থাবা বসিয়েছে, সেসব দেশের রাজনৈতিক ও কূটনৈতিক নিয়মকানুন আবার ঝালিয়ে নিতে হবে শুধুমাত্র মানুষের নিরাপত্তার কথা ভেবে। ফলে সেইসব দেশে কর্মসুত্রে হোক বা পড়াশোনার জন্য হোক বা পাতি ফ্যমিলি ভ্যাকেশনে যাওয়ার আগেও দশবার ভাবতে হবে। ইনফ্যাক্ট বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকেও বেশ কিছু বিধিনিষেধ চালু হবে নিশ্চই অদূর ভবিষ্যতে। আর এই নিয়ম আশা করি একই দেশের বিভিন্ন রাজ্যের মধ্যেও কমবেশী লাগু হবে। কারণ একটাই..... ভাইরাসটা যাচ্ছেনা।

অতএব করোনাকে আমাদের চিন্তা ভাবনা, হিসেব নিকেষ সবকিছুর মধ্যেই গেঁথে নিতে হবে। এখনকার শেখা হাইজিন প্রোটোকল মানে হ্যন্ডওয়াস, কাফ এটিকেট আমাদের আজীবন মেনে চলতে হবে। স্কুল কলেজের ক্লাসরুমেও ঘেঁষাঘেঁষি করে বসা চলবেনা। রাস্তায় বেরোলে যেমন জুতো জোড়া পরতেই হয়, তেমনি এখন থেকে মাস্ক ও সেরকম নাকমুখের জুতো হিসেবে পরতেই হবে। কারণ একটাই ..... ভাইরাসটা যাচ্ছেনা।

একে নির্মূল করতে যে vaccine দরকার সেও আবিষ্কার হয়ে, animal trial, human trial, সবকিছু হয়ে মানুষের হাতে আসতে এখনো ঢের দেরি। তার আগে অবদি আমরা কমবেশী সবাই সংক্রমিত হব। আমাদের আশেপাশে বন্ধুবান্ধব, পাড়াপ্রতিবেশী, আত্মীয়স্বজন এদের কেউ না কেউ এই রোগের শিকার হবেই, কেউ সেরে উঠবে, আবার কাউকে হয়ত হারাব আমরা। আইসোলেশন, কোয়ারাইনটাইন এগুলো তখনো চলবে টুকটাক করে। কারণ.... ভাইরাসটা যাচ্ছেনা।

অতএব লকডাউন উঠলেই কার বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করব, কফি খাব সেসব না ভেবে তখনো কিভাবে সুস্থ থাকা যায় ও রাখা যায় সেই কথা ভাবুন। মাথায় রাখবেন..... ভাইরাসটা যাচ্ছেনা।



Dr. Dhritashree Mandal

MCh(Plastic Surgery)

NRS MEDICAL COLLEGE


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.