Hare to Whatsapp
মেরা যুবা ভারত (মাই ভারত) প্ল্যাটফর্মে বিভিন্ন প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ২৭, ২০২৪: জাতীয় যুব দিবস ২০২৫ এর লক্ষ্য হল নেতৃত্ব প্রদানের সম্ভাবনাময় যুবা প্রতিভাকে চিহ্নিত করা ও তাদের বিকশিত করা। এই উৎসবের মধ্য দিয়ে যুবারা বিকশিত ভারত সম্পর্কিত তাদের ধারণা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে পারবেন। এই লক্ষ্যে জাতীয় যুব দিবস ২০২৫ : বিকশিত ভারত যুবা নেতৃত্ব সংলাপ শীর্ষক কর্মসূচিতে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে দেশের যুব সম্প্রদায় যাতে নিজেদের ধারণা সবার সামনে যাতে তুলে ধরতে পারে সেজন্য ১৫-২৯ বছর বয়সী যুবাদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চার ধাপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীরা ‘মাই ভারত' পোর্টালে তাদের নাম নথিভুক্ত করতে পারবে।
প্রথম পর্যায়ে ২৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে ‘মেরা যুবা ভারত’ (মাই ভারত) প্ল্যাটফর্মে ১৫-২৯ বছর বয়সীরা এক ডিজিট্যাল ক্যুইজ-এ অংশগ্রহণ করতে পারবে। ক্যুইজ এর মূল বিষয় হল ভারতের উল্লেখযোগ্য বিভিন্ন সাফল্য। দ্বিতীয় পর্যায়ে সফল প্রার্থীরা ১০টি নির্দিষ্ট থিম এর উপর প্রবন্ধ জমা করতে পারবে। এই প্রতিযোগিতাও একই পোর্টালে চালানো হবে। তৃতীয় পর্যায়ে ১০০ সফল প্রার্থী রাজ্যস্তরে তাদের নির্বাচিত বিষয়ে বিকশিত ভারত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেবে। সেখান থেকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিটি রাজ্য বিভিন্ন থিম ভিত্তিক দল গঠন করবে। চতুর্থ পর্যায়ে ১১-১২ জানুয়ারি, ২০২৫ জাতীয় যুব উৎসব-এ থিম ভিত্তিক গঠিত দলগুলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং বিজয়ী দলগুলি তাদের লক্ষ্য ও ধারণাগুলি প্রধানমন্ত্রীর কাছে পেশ করবে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ এই সংবাদ জানিয়েছেন।